আজ || মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ    
 


বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস এবং বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহ এর সাথে আজ (১৪ অক্টোবর) সাক্ষাৎ করেন। উক্ত সাক্ষাতকালে তিনি বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রবাস-বান্ধব নানামুখী কার্যক্রমের জন্য মাননীয় মন্ত্রী নওয়াফকে ধন্যবাদ প্রদান করেন। বিশেষকরে বাহরাইনে দীর্ঘদিন ধরে ভিসা বিহীন বাংলাদেশী মুয়াজ্জিন ও তাদের পরিবারের সদস্যদের পুনরায় ভিসা প্রদানের অনুমতি দেয়ায় তিনি দূতাবাসের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানান।

উক্ত বৈঠকে বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রী প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন। এ প্রেক্ষিতে চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রবাসী বাংলাদেশীদের অনুকূলে আইনগত বিভিন্ন প্রক্রিয়া অধিকতর সহজতর করা, বাংলাদেশীদের জন্য ভিসা পুনরায় খোলে দেয়াসহ দুইদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। মাননীয় মন্ত্রী আলোচ্য বিষয়সমূহ দ্রুত সমধানে উদ্যেগ গ্রহণ করবেন মর্মে তিনি আন্তরিকতার সাথে আশ্বস্ত করেন। এ বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।


Top