আজ || বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের উদ্যােগে বির্তক প্রতিযোগিতা ও শিখন কর্মশালা অনুষ্ঠিত       কাতারে আমের সার্ভিস সেন্টারের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন।       বাহরাইনে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস, ভালো ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা       শীতের উৎসবে উচ্ছসিত ফেনী ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীরা       কাতারে নুজুম ট্রাভেল এন্ড ট্যুরিজম-এর ৩য় শাখার উদ্বোধন       বাহরাইনে বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম ও মোশাররফ হোসেনের যৌথ উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত       বাহরাইনে ‘সুপ্রিম ইলেক্ট্রনিকস ডব্লিউ এল এল’ এর তৃতীয় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত       বাহরাইন প্রবাসী যুবনেতা আমির হোসেন মিরুর আমন্ত্রণে নৈশভোজের আয়োজন       মৃত প্রবাসীর পরিবার ও অসুস্থ ব্যক্তিকে ১লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিল ‘দাগনভূঞা প্রবাসী ফোরাম’       বর্ণাঢ্য আয়োজনে ফেনী ইউনিভার্সিটির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন    
 


বৈধ প‌থে দেশে রে‌মিট্যা‌ন্স পাঠালে ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা মিল‌বে

ডলার বাজারে অস্থিরতার মাঝে বাড়তি দরে ডলার কেনার সিদ্ধান্ত এসেছে। কোনো ব্যাংক চাইলে, কেনার সময়, প্রতি ডলারে ১১০ টাকার সঙ্গে আড়াই শতাংশ হারে প্রণোদনা দিতে পারবে। যা রোববার (২২ অক্টোবর) থেকেই কার্যকর হয়েছে। নতুন নিয়মে এখন বৈধ প‌থে দেশে রে‌মিট্যা‌ন্স পাঠালে ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা মিল‌বে। প্রণোদনার অর্থ ব্যাংকের অন্য আয় থেকে সমন্বয় করতে হবে। তবে বিক্রির দর ১১০ টাকা ৫০ পয়সায় অপরিবর্তিত আছে।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) গত শুক্রবার যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়।

রেমিট্যান্স আকৃষ্ট করতে সরকার ২০১৯ সালে দুই শতাংশ প্রণোদনা চালু করে এবং পরে তা বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়। এখন ব্যাংকগুলো তাদের নিজস্ব কোষাগার থেকে অতিরিক্ত আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা দেবে। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরে দাঁড়ায় ১৮.২০ বিলিয়ন বা এক হাজার আটশ’ ২০ কোটি মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২৪.৮০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি।

গেল বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর নির্ধারণ করে আসছে, ব্যাংকগুলো। তবে কখনই কেনার চেয়ে বিক্রির মূল্য কম ছিল না। বিষয়টি নিয়ে ব্যাংকারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, এতে কিছু আমদানিকারক বাড়তি টাকা নেওয়ার বৈধতা পাবেন। এতে বিশেষ গোষ্ঠী সুবিধা পেতে পারে। যা কোনোভাবেই বাস্তব সম্মত নয়। এর মাধ্যমে ডলার বিক্রির আসল দর আড়াল করে আমদানিকারকদের থেকে বাড়তি টাকা নেওয়া বৈধতা পাবে বলে মনে করেন কেউ কেউ।


Top