আজ || শনিবার, ১২ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ    
 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফেনীর সাইফুল ইসলাম আরিফের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা গ্রামের সাইফুল ইসলাম আরিফ (১৯) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, ৪ আগস্ট গণঅভ্যুত্থানের একদিন আগে চট্টগ্রাম হয়ে উঠেছিল অগ্নিগর্ভ। আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনগুলোর সশস্ত্র হামলায় আহত হন দুই শতাধিক ছাত্র-জনতা। সেদিন নগরের সিআরবি এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ফেনীর তরুণ সাইফুল ইসলাম আরিফ (১৯)। তিনি স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির অপেক্ষায় ছিলেন। চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়ে যোগ দেন আন্দোলনে।

আরিফের বাবা আলতাফ হোসেন বলেন, আরিফ আমার একমাত্র সন্তান। আমি গরিব কৃষক, তাই ছেলেকে শিক্ষিত করতে চেয়েছিলাম। এবার চাচার বাসায় গিয়েছিল কলেজে ভর্তির খোঁজ নিতে, আর ফিরে আসেনি।

পরিবারে চার সন্তানের মধ্যে সাইফুল বড় ছিল। সে মূলত চট্টগ্রামে জেঠার বাসায় বেড়াতে গিয়ে আন্দোলনে অংশ নেয়। সেদিন তাকে আ.লীগের লোকজন বেধড়ক মারধর করে। পরবর্তীতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সবাই বাকরুদ্ধ। আগামীকাল সকাল ১১টায় দাগনভূঞা উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


Top