আজ || শনিবার, ১২ জুলাই ২০২৫
শিরোনাম :
  বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ    
 


রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে কোরাইশমুন্সী বাজারে এ ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আবদুজ জাহের এর সভাপতিত্বে ও সেক্রেটারি তারেক হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন (দাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা.মো. ফখরুদ্দিন মানিক।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঞা, রাজাপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হান্নান হারুন, অফিস সম্পাদক মাষ্টার জাহিদ হোসেন, জেলা ছাত্র শিবিরের মাদ্রাসা বিভাগের সম্পাদক নাঈম উদ্দীন রায়হান, ইসলামী ছাত্রশিবির ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের সভাপতি ছফর আলী সম্রাট, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নাজিম উদ্দীন, কানকির হাট মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা তফাজ্জল হোসেন, সাবেক ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন ও রাজাপুর ইউনিয়নের সাবেক আমীর ব্যবসায়ী মো.আবুল কাশেম প্রমূখ। এছাড়াও অত্র ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


Top