নিউজ ডেস্ক
ইসরায়েলে হামাসের রকেট হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয় নারীও রয়েছেন।
মঙ্গলবার (১১ মে) রাতে চালানো রকেট হামলায় ইসরায়েলের লোদ শহরে দুইজন নিহত হলে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬ জনে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফের ইসরায়েল অভিমুখে রকেট হামলা চালায় হামাস। এসব রকেটের কয়েকটি ইসরায়েলি শহর লোদে আঘাত করলে দুই ব্যক্তি নিহত হন। শহরটি আল-লিদ নামেও পরিচিত বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে রকেট হামলার পর লোদ শহরে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল।
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি গাজার আবাসিক এলাকায় শত্রুর হামলার জবাবে আমরা তেল আবিব ও এর আশপাশে ১৩০টি রকেট দিয়ে এ যাবতকালের বৃহত্তম হামলা চালিয়েছি।
এদিকে হামাসের রকেট হামলায় ভারতীয় এক নারী নিহত হয়েছেন। তিনি কাজের সূত্রে ইসরায়েলে বসবাস করতেন। নিহত ওই নারীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে একথা জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই।