আজ || মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

{"data":{"pictureId":"f5f070ec61094c14ad4d1acc44eb0c29","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

বিশেষ প্রতিবেদক:

বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।বৈঠকগুলোতে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (১ নভেম্বর) বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অন্য এক বৈঠকে বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহেলের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান। তিনি ব্যবসায়ী, পেশাজীবী ও দক্ষ শ্রমিকদের পাশাপাশি বাহরাইনে অবস্থান করা প্রবাসী পরিবারকে ফ্যমিলি ভিসা দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন।

উপমন্ত্রী আল ফাদহেল বাংলাদেশি কর্মীদের অবদানকে বাহরাইনের অর্থনীতির জন্য মূল্যবান বলে উল্লেখ করে জানান, তার সরকার ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালুর বিষয়ে কাজ করছে। বৈঠকে উভয়পক্ষ দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর সংক্রান্ত একটি সম্ভাব্য চুক্তি নিয়েও আলোচনা করেন।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাআদ আল মুরাইখির সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন কাতারি প্রতিমন্ত্রী।

এছাড়া, এশিয়ার আস্থা ও সহযোগিতামূলক পদক্ষেপ বিষয়ক সম্মেলন-সিআইসিএ’র মহাসচিবের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা সংস্থাটির কার্যক্রমকে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

২১তম মানামা সংলাপে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নিচ্ছেন। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সহযোগিতা এবং পররাষ্ট্রনীতির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে।


Top