নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সাফল্য, সংগ্রাম ও অগ্রযাত্রার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় মানামা কুকমেল রেষ্টুরেন্টে মানামা মহানগর বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোল্লা মোঃ শাহজাহান এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে দেশের জাতীয় ও দলীয় পতাকা উওোলন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোঃ আক্তারুজ্জামান মিয়ার সভাপতিত্বে
ও সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন
এবং নাজিম উদ্দীন এর যৌথ পরিচালনায়।
প্রধান অতিথি ছিলেনঃ বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র সহ সভাপতি নুর আলম।
গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেনঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম।
প্রধান বক্তা ছিলেনঃ বাহরাইন কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সোহেল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেনঃ বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহিদুল ইসলাম সরকার,
যোগাযোগ বিষয়ক সম্পাদক চিকন আহমেদ,
আবুল হোসেন, শফিকুল ইসলাম,
কামাল সরকার, মুশাররফ হোসেন, নওশাদ আলী,
আলাউদ্দিন গাজী, মিজানুর রহমান সুহায়িব হোসেন, আলমগীর হাজারী সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র পূর্ণ উদ্ধার ও বিভিন্ন উন্নয়ন মুলক কর্ম কান্ড বিশদ ভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাহরাইনের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের
এবং ২৪শের ছাএ জনতার গণ অভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।