আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


এক বেঞ্চে তিন জন, নেই স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব

অনলাইন ডেস্ক :

রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর দনিয়ায় এ কে স্কুল এ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় এক বেঞ্চে তিন জন করে শিক্ষার্থীদের বসানো হয়েছে। এসময় দেখা যায় একজনের গায়ের সাথে আরেক জনের গা লেগে রয়েছে।

এসময় ক্লাস নিচ্ছিলেন মাকসুদা আক্তার সুমি নামে এক শিক্ষিকা। তিনি জানান, এই ক্লাসে শিক্ষার্থীদের সংখ্যা একটু বেশি, তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তারপরও বেশি হয়ে গেছে। আমরা চেষ্টা করবো যাতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, এ কে স্কুল এ্যান্ড কলেজের দোতালায় শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। সেখানেও জটলা বাধছে শিক্ষার্থীরা।

স্বাস্থ্য বিধির বিষয়ে এ কে স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, আমাদের নির্দেশনা রয়েছে লাইন দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করবে। আর প্রতি বেঞ্চে দুজন করে বসবে। এক বেঞ্চে তিন জন করে বসার কথা না, যদিও এমনটা হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেব।


Top