আজ || শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে মডেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত       ফেনীতে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে জেলা বিএনপি       ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে       ৬০ দিনের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী       ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া       দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার    
 


এক বেঞ্চে তিন জন, নেই স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব

অনলাইন ডেস্ক :

রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর দনিয়ায় এ কে স্কুল এ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় এক বেঞ্চে তিন জন করে শিক্ষার্থীদের বসানো হয়েছে। এসময় দেখা যায় একজনের গায়ের সাথে আরেক জনের গা লেগে রয়েছে।

এসময় ক্লাস নিচ্ছিলেন মাকসুদা আক্তার সুমি নামে এক শিক্ষিকা। তিনি জানান, এই ক্লাসে শিক্ষার্থীদের সংখ্যা একটু বেশি, তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তারপরও বেশি হয়ে গেছে। আমরা চেষ্টা করবো যাতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, এ কে স্কুল এ্যান্ড কলেজের দোতালায় শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। সেখানেও জটলা বাধছে শিক্ষার্থীরা।

স্বাস্থ্য বিধির বিষয়ে এ কে স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, আমাদের নির্দেশনা রয়েছে লাইন দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করবে। আর প্রতি বেঞ্চে দুজন করে বসবে। এক বেঞ্চে তিন জন করে বসার কথা না, যদিও এমনটা হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেব।


Top