আজ || শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


এবার ফেসবুক লাইভে এসে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদীর আর্তনাদ

এবার ফেসবুক লাইভে এসে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ করেছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী।

বৃহস্পতিবার রাত ৯টায় বাদী ওই তরুণী তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে লাইভে বিয়ের স্বীকৃতির দাবী করে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানান।

১২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে বাদী জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন, সে ও তার লোকজন টাকার প্রলোভন দেখিয়ে তাকে মামলা তুলে নেয়ার চেষ্টা করছে। তাছাড়া বাদী আশঙ্কা প্রকাশ করেন যে, তার মামলা ও মেডিক্যাল টেস্টসহ বিভিন্ন আলামতের ওপর জসিম তার ছাত্রলীগ সভাপতি পদের প্রভাব বিস্তার করে ক্ষমতার অপব্যবহার করবেন।

এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বিরুদ্ধেও তাকে নানাভাবে প্রতারণা করার অভিযোগ আনেন। এছাড়া জসিমের অনুসারী বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীর সম্পর্কেও অভিযোগ করেন।

সম্প্রতি জসিম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর পরপরই গত ২১ এপ্রিল ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ এনে নগরীর ২৯ নং ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণী বরিশাল মহানগর সভাপতি মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই পলাতক রয়েছেন জসিম।

 


Top