আজ || শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে মডেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত       ফেনীতে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে জেলা বিএনপি       ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে       ৬০ দিনের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী       ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া       দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার    
 


কাতারে অসহায় প্রবাসীকে দূতাবাসের আর্থিক সহায়তা প্রদান

মোশারফ হোসেন জনি

কাতারে অসহায় প্রবাসীকে দূতাবাসের আর্থিক সহায়তা প্রদানকাতার প্রবাসী মো. শামীম হোসেনকে চিকিৎসা বাবধ নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সহযোগিতায় মোঃ শামীম হোসেনকে বাংলাদেশ দূতাবাসে পৌছালে মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই আর্থিক সহায়তা প্রদান করেন রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন। পরবর্তীতে দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আর্থিক সহায়তা নগদে প্রবাসী শ্রমিক মোঃ শামীম হোসেনের হাতে তুলে দেন।

মোঃ শামীম হোসেন জানান, গত ৮ জুলাই তার কর্মক্ষেত্রে আকস্মিক এক দূর্ঘটনায় বাম পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। এছাড়া শরীরের অন্যান্য অংশেও বেশ ঝখম হয়। তিনি দীর্ঘ তিন মাস হামাদ মেডিকেল কর্পোরেশন হাসপাতালে চিকিৎসা নেন। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। কাতার প্রবাসী মোঃ শামীম হোসেনের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার ৮ নং উত্তর নাটাই ইউনিয়ন।
এসময় আর্থিক সহায়তা প্রদানকালে দূতাবাসে উপস্থিত ছিলেন ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সভাপতি ও সময় টেলিভিশন কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার কাতার প্রতিনিধি কাজী শামীম। এছাড় আরো উপস্থিত ছিলেন, জয়যাত্রা টেলিভিশন এর কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনী, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামীম চৌধুরী।


Top