আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


কাতারে অসহায় প্রবাসীকে দূতাবাসের আর্থিক সহায়তা প্রদান

মোশারফ হোসেন জনি

কাতারে অসহায় প্রবাসীকে দূতাবাসের আর্থিক সহায়তা প্রদানকাতার প্রবাসী মো. শামীম হোসেনকে চিকিৎসা বাবধ নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সহযোগিতায় মোঃ শামীম হোসেনকে বাংলাদেশ দূতাবাসে পৌছালে মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই আর্থিক সহায়তা প্রদান করেন রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন। পরবর্তীতে দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আর্থিক সহায়তা নগদে প্রবাসী শ্রমিক মোঃ শামীম হোসেনের হাতে তুলে দেন।

মোঃ শামীম হোসেন জানান, গত ৮ জুলাই তার কর্মক্ষেত্রে আকস্মিক এক দূর্ঘটনায় বাম পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। এছাড়া শরীরের অন্যান্য অংশেও বেশ ঝখম হয়। তিনি দীর্ঘ তিন মাস হামাদ মেডিকেল কর্পোরেশন হাসপাতালে চিকিৎসা নেন। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। কাতার প্রবাসী মোঃ শামীম হোসেনের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার ৮ নং উত্তর নাটাই ইউনিয়ন।
এসময় আর্থিক সহায়তা প্রদানকালে দূতাবাসে উপস্থিত ছিলেন ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সভাপতি ও সময় টেলিভিশন কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার কাতার প্রতিনিধি কাজী শামীম। এছাড় আরো উপস্থিত ছিলেন, জয়যাত্রা টেলিভিশন এর কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনী, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামীম চৌধুরী।


Top