আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


কাতারে আমের সার্ভিস সেন্টারের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন।

মোশারফ হোসেন জনি

কর্মসংস্থান সৃষ্টি, দেশকে ইতিবাচকভাবে প্রবাসে উপস্থাপন করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা হুকুমি সার্ভিস ও মুদ্রণ শিল্পে ক্রমাগত অবদান রেখে চলছে। এরই ধারাবাহিকতায় কাতারের রাজধানী দোহার প্রবাসী বাংলাদেশী অধ্যূষিত ন্যাশনাল এলাকার জায়েদা টাওয়ারের নীচ তলায় বাংলাদেশী মালিকানাধীন আমের সার্ভিস সেন্টারের দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন উদ্যোক্তোর মমতাময়ী “মা”। মায়ের নির্দেশে তাঁর পক্ষে বন্ধু-বান্ধব, প্রবাসী ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বাংলাদেশ কমিনিটির সদস্যদের নিয়ে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ মুজিবুর রহমান।

প্রবাসী বাংলাদেশীদের কাতার সরকারের হুকুমি সার্ভিস ও টাইপিং এর সকল কাজ, বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সহ অনলাইন সার্ভিসের যাবতীয় কাজ, নতুন কোম্পানী খোলা, কফিল পরিবর্তন, ট্রাফিক জরিমানা প্রদান,হেল্থ কার্ড, বিভিন্ন অফিসে আরবি, ইংরেজি, বাংলায় আবেদন পত্র লেখা ও অনুবাদ, ডুকুমেন্টস ক্লিয়ারেন্স, সাইবোর্ড, পোস্টার, বিয়ের কার্ড, গ্রাফিক ডিজাইন, স্টুডিও সহ প্রিন্টিং এর যাবতীয় কাজ আন্তরিকতার সাথে মানসম্মত উপায়ে ও স্বল্পমূল্যে করে দেয়ার জন্য নবরূপে প্রস্তুত আমের সার্ভিস সেন্টার।

উদ্যোক্তা মুজিবুর রহমান বলেন, ‘ন্যাশনাল ও তার পার্শবর্তী এলাকার প্রবাসী বাংলাদেশীরা আমাদের অফিস পরিদর্শন করবেন এবং নিজেদের দাপ্তরিক কাজ দ্রুততম সময়ে নির্ভুল ও কম খরচে করিয়ে নিয়ে আমাদের পাশে থাকবেন বলে আশা করি।’


Top