আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


কুমিল্লায় পল্লী চিকিৎসককে পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি

অনলাইন ডেস্ক :

কুমিল্লায় এক পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাগর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সিসিটিভিতে ধারণকৃত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।

রোববার (৮ আগস্ট) তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারে পল্লী চিকিৎসক শামসুল হুদার চেম্বারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাগর উপজেলার শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে। তিনি মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।

ভুক্তভোগী চিকিৎসক সামসুল হুদা গণমাধ্যমকে জানান, শনিবার রাতে তার বাসায় ডাকাতির উদ্দেশ্যে হামলা চালানো হয়। পর প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকা পালিয়ে যায়। এর পরের দিন সকালে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ আশপাশের লোকজনকে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাগর তার চেম্বারে গিয়ে পিস্তল বের করে হত্যার হুমকি দেয় ও দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুদিন চন্দ্র দাস জানান, রোববার রাতে ভাইরাল ভিডিওটি নজরে এসেছে। সাগরকে গ্রেপ্তারের অভিযান চলছে।

অভিযুক্ত সাগরের নামে অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


Top