কুয়েত এর আমির শেখ সাবাহ আল আহমাদ আর নেই
কুয়েত এর আমির শেখ সাবাহ আল আহমাদ আল-সাবাহ ৯১ বছর বয়সে মারা গেছেন, কুয়েত এর রাজকীয় আমিরি দিওয়ান এই ঘোষণা দিয়েছেন ।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার পর এই ঘোষণা দেয় । কিছুক্ষণ আগে সংবাদের নিশ্চিত করেন আল আরাবিয়া ।
আমির আল-সাবাহ গত জুলাই মাসে একটি অস্ত্রোপচার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন।
কুয়েত আমির তার নায়েবে আমিরকে (রাজপুত্র) সুস্থ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে কিছু দায়িত্ব নেওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন।
৯১ বছর বয়সী আমির ২০০৬ সাল থেকে তেল উত্পাদনকারী দেশ কুয়েত শাসন করেছেন, এবং ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি পররাষ্ট্র মন্ত্রী ছিলেন ।
গত অক্টোবরে শেখ সাবাহ কুয়েতে থাকাকালীন স্বাস্থ্যের অবনতি হলে চিকিতসার উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হন।