আজ || বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       বাহরাইনে সিলেট বিভাগীয় বিএনপি’র ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন       সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাগনভূঞায় মানববন্ধন       ফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সদস্য রবিউল ইসলামের মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে “জুলাই বিয়ন্ড বর্ডার্স” এবং “রেমিটেন্স যোদ্ধা দিবস” উদযাপন       সম্মাননা পেলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন        কুমিল্লার চান্দিনা উপজেলার ১০ নং গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত       বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: ফেনীতে আবদুল আউয়াল মিন্টু       পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!    
 


ক্যান্সারে কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক শিক্ষকের মৃত্যু

মোশারফ হোসেন জনি

ক্যান্সারে কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক শিক্ষকের মৃত্যু ।

কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক এ.কে.এম. মুহসিন মিয়া দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে হামাদ হাসপাতালে ৩৮ বছরের দীর্ঘ স্বজনবিহীন প্রবাস জীবনের ইতি টানেন।

ফরিদপুরের কৃতিসন্তান মুহসিন মিয়া ১৯৮২ থেকে ২০০৩ সাল পর্যন্ত একজন সফল শিক্ষক হিসেবে অনেক ছাত্রছাত্রীর জীবনে আলো জ্বালিয়েছেন। এ দীর্ঘ পথ পরিক্রমায় পরম স্নেহের পরশে ছাত্রদের জীবনে আলো জ্বালালেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম বিধায় দুই কন্যা ও স্ত্রীর সান্নিধ্য থেকে থেকেছেন বরাবরই বঞ্চিত।

২০০৩ সালে বাংলাদেশ স্কুল ও কলেজে ইংরেজি ভার্সনে রূপান্তরিত হলে মুহসিন মিয়া সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন বাংলাদেশী মালিকানাধীন NEW LINE STEEL ENGINEERING COMPANY তে। এই কোম্পানির অধীনেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন।

তিনি গত ৪ ডিসেম্বর শেষ নি:শ্বাস ত্যাগ করলে সোমবার সকল সরকারি আনুষ্ঠানিকতা শেষে আবু হামুর গোরস্থান মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

তাঁর শেষ ইচ্ছে অনুসারে ও পরিবারের অনুমতিক্রমে কাতারের এ গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে দোয়ায় শরীক হন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কূল ও কলেজের সাবেক ও বর্তমান ছাত্র-শিক্ষক-অভিভাবকবৃন্দ, কিমিউনিটির নেতৃবৃন্দ ও তার বর্তমান কোম্পানির কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।


Top