আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


জর্ডানে বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় দেশটিতে ফিরতে পারবেন করোনায় আটকে পড়া প্রবাসীরা

রাশেদ কাদের 

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় দেশটিতে ফিরতে পারবেন করোনায় আটকে পড়া প্রবাসীরা!

জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল পেইজে ঘোষণা দেওয়া হয় যে, জর্ডান প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১৭ মার্চ ২০২০ তারিখের পূর্বে বাংলাদেশে ছুটিতে গিয়ে যেসব প্রবাসী বাংলাদেশি আটকে পড়েছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টার ফলে তাদের ফিরে আসার জন্য জর্ডান সরকার নতুন ভিসা/অনুমতি প্রদান করা শুরু করেছে। ফলে যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে তারাও নির্দিষ্ট প্রক্রিয়া এবং বিধিসমূহ অনুসরণ করে জর্ডানে ফিরতে পারবেন।

১। যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ আছে তাদের নিন্মলিখিত ডকুমেন্টস সমুহের প্রয়োজন হবে-
• মেয়াদ সম্বলিত আকামা ও তাছরিয়া
• www.visitjordan.gov.jo হতে প্রাপ্ত কিউআর কোড সম্বলিত অনুমতিপত্র
• ট্রাভেল ইনস্যুরেন্স
• করোনা টেস্ট (নেগেটিভ পিসিআর রিপোর্ট)

২। যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের নিন্মলিখিত ডকুমেন্টস সমুহের প্রয়োজন হবে-
• প্রত্যেকের নিয়োগকর্তা (কফিল) কর্তৃক জর্ডানের মিনিষ্ট্রি অফ ইন্টিরিয়র (ওজারাতুত দাখিলিয়া) হতে ভিসা/অনুমতি সংগ্রহ করতে হবে।
• জর্ডানের ইন্টেরিয়র মন্ত্রণালয় কর্তৃক নতুন ভাবে ইস্যুকৃত বর্ধিত মেয়াদের ভিসা জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়ন করতে হবে।
• বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র (দূতাবাস হতে ভিসা সত্যায়ন এবং প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য ভিসা/অনুমতির মূলকপি ও তার ইংরেজি অনুবাদ, পাসপোর্টের কপি, আকামা ও তাছরিয়ার কপি নির্ধারিত সরকারি ফি সহ কফিল কর্তৃক বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে)।
• মেয়াদ উত্তীর্ণ আকামা ও তাছরিয়া
• www.visitjordan.gov.jo হতে প্রাপ্ত কিউআর কোড সম্বলিত অনুমতিপত্র
• ট্রাভেল ইনস্যুরেন্স
• করোনা টেষ্ট (নেগেটিভ পিসিআর রিপোর্ট) জর্ডান সরকারের ঘোষনা অনুযায়ী জর্ডানে প্রবেশের জন্য উল্লিখিত কাগজপত্র বাংলাদেশ ও জর্ডানের বিমানবন্দরে প্রদর্শনের জন্য সাথে বহন করতে হবে।


Top