আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


জামালপুরে র‌্যাবের অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

জামালপুর প্রতিনিধি 

জামালপুরে র‌্যাবের অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকা থেকে ১৫ লিটার চোলাই মদসহ পন কুমার (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। ৭ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি জামালপুর শহরের বজ্রাপুর হরিজন কলোনীর মৃত বাবু লালের ছেলে।


জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৭ ডিসেম্বর রাত ৭টা ১০ মিনিটের দিকে নারিকেলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নারিকেলী মোড়ের উত্তর পাশে জনৈক বাদশা মিয়ার ‘স’ মিলের সামনে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী পন কুমারকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ীর কাছ থেকে দেশীয় তৈরি ১৫ লিটার চোলাই মদ, একটি মোবাইল সেট ও মাদকবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোলাই মদের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা মাত্র। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।


Top