আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


দাগনভূঞাঁ উপজেলার কোরাইশ মুন্সী বাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আবদুল্লাহ আল মামুন:
রাসুল (স:) কে কটুক্তির প্রতিবাদে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে “ভারতে হিন্দুধর্ম পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি কোরাইশ মুন্সী বাজার বাইতুল ইসলাম জামে মসজিদ থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন- ২নং রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাও. মোহাম্মদ আব্দুজ জাহের, সেক্রেটারি মোঃ তারেক হাসান, সহ-সেক্রেটারি মাও. আব্দুল হান্নান হারুন, কানকির হাট ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ এ. কে. এম তোফাজ্জল হোসেন, সিলোনীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ জয়নুল আবেদীন, জাফর ইমাম বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. মোঃ হোসাইন, সাবেক ছাত্র নেতা আলী এরশাদ, আব্দুল আউয়াল নাঈম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা- বিশ্বমানবতার মুক্তির দূত রাসুল (সা:) এর প্রতি কটুক্তি কারীদের শাস্তি ও ভবিষ্যতে কেউ যেন এমন সাহস না দেখায়, সে ব্যাপারে কঠোরভাবে হুশিয়ার করেন।


Top