আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


দাগনভূঞাঁ উপজেলার কোরাইশ মুন্সী বাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আবদুল্লাহ আল মামুন:
রাসুল (স:) কে কটুক্তির প্রতিবাদে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে “ভারতে হিন্দুধর্ম পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি কোরাইশ মুন্সী বাজার বাইতুল ইসলাম জামে মসজিদ থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন- ২নং রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাও. মোহাম্মদ আব্দুজ জাহের, সেক্রেটারি মোঃ তারেক হাসান, সহ-সেক্রেটারি মাও. আব্দুল হান্নান হারুন, কানকির হাট ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ এ. কে. এম তোফাজ্জল হোসেন, সিলোনীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ জয়নুল আবেদীন, জাফর ইমাম বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. মোঃ হোসাইন, সাবেক ছাত্র নেতা আলী এরশাদ, আব্দুল আউয়াল নাঈম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা- বিশ্বমানবতার মুক্তির দূত রাসুল (সা:) এর প্রতি কটুক্তি কারীদের শাস্তি ও ভবিষ্যতে কেউ যেন এমন সাহস না দেখায়, সে ব্যাপারে কঠোরভাবে হুশিয়ার করেন।


Top