আজ || শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


দাগনভূঞায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তির ফল প্রকাশ

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন’র শিক্ষোন্নয়ন বৃত্তি ২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে।

এ উপলক্ষে ইয়াকুবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “নব-উত্তরণ খেলাঘর আসর” এর আয়োজনে অত্র সংগঠনের দুধমুখা  কার্যালয়ে ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও বৃত্তি পরীক্ষার সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল স্বপন, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি রাঃ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ,
সংগঠনটির পৃষ্ঠপোষক রুহুল আমিন পাঠান, শেখ ইব্রাহিম, শহীদ উল্লাহ, সাইফুল ইসলাম, মনির আহমদ, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক রফিকউল্লাহ সিকদার, বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার ছালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী মমতাজ উদ্দিন মিলন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম কমল প্রমুখ। এসময় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্যাটাগরিতে ১৯৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪ হাজার ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


Top