আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত আহবায়ক কমিটিকে ভুয়া দাবি করে দলটির নেতাকর্মীদের একাংশ শনিবার ১৮ জানুয়ারি ফেনী শহরের ট্রাংক রোডে ফেনী প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে।

সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন,জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রতন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি আবুল হাসেম বাহাদুর।

দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সভাপতি সাইফুর রহমান স্বপন, সোনাগাজী পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল মোবারক ভিপি দুলাল, জেলা যুবদলের সহ সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহমদ পেয়ার, সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হক ও জেলা জাসাস নেতা ইসমাইল হোসেন সবুজ প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা জেলার এ দুটি উপজেলার ঘোষিত আহবায়ক কমিটি অবৈধ উল্লেখ করে টাকার বিনিময়ে দলের ত্যাগী ও নিবেদিত নেতাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের পদ দেয়া হয়েছে উল্লেখ করে অবিলম্বে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান। এ সময় দাগনভূঞা- সোনাগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্ল্যখ্য, ২০২৪ সালের ২২ডিসেম্বর জেলা বিএনপি সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষর করে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা এবং পৌরসভার নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেন। এই আহবায়ক কমিটি ঘোষনার পর জেলা বিএনপি আহবায়ক সহ যুগ্ম আহবায়করা কমিটি প্রসঙ্গে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ঘোষিত কমিটিকে অবৈধ বলে ঘোষনা দেন।


Top