আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না দেখতে হবে

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না দেখতে হবে

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনার পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার দুপুরে জাতীয় সংসদের নবম অধিবেশনের শুরুর দিনে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

প্রয়াত কয়েকজন সংসদ সদস্যের পাশাপাশি গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রস্তাব আনা হয় সংসদে।

শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে হারুন অর রশিদ বলেন, ‘নারায়ণগঞ্জ বিস্ফোরণে ‘এসির’ কথাটি সংশোধনের অনুরোধ করবো। কারণ মাগরিবের নামাজ থেকে এশার নামাজের সময়ের ব্যবধান মাত্র দেড় ঘণ্টা। তাই এই সময়ে গ্যাস চেম্বার হওয়ার সুযোগ কম। আমি দাবি জানাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী এবং র‌্যাবের বোম বিশেষজ্ঞ টিম দিয়ে তদন্ত করা হোক। এবং এর পেছনে দায়ীদের খুঁজে বের করা হোক।’

বিএনপির সাংসদ বলেন, ‘এটাকে ছোটভাবে না দেখার অনুরোধ করছি। বিষয়টিকে গুরুত্ব দিতে বলবো। যারা বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে কাজ করতে হবে। এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।’

শোক প্রস্তাবে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদের নাম সংযোজন করতে অনুরোধ জানান হারুন অর রশিদ। বলেন, ‘এই হত্যাকাণ্ডটি এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা। মেজর সিনহার জীবন বৃত্তান্তও সংসদের আজকের শোক প্রস্তাবে যুক্ত করার দাবি জানাচ্ছি। এই ঘটনায় জাতি শোক প্রকাশ করেছে। তাই এই বিষয়টি সংসদের শোক প্রকাশ তালিকায় স্থান দেয়া উচিত।’

 


Top