আজ || শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে মডেল ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত       ফেনীতে দলীয় কোন্দল, নেতা-কর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে জেলা বিএনপি       ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে       ৬০ দিনের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী       ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২       ১৪ দিনে বাংলাদেশে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা       কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের আমন ধানের চারা বিতরণ       বাহরাইনে দেশীয় সংস্কৃতিতে বিয়ে, উচ্ছ্বসিত প্রবাসীরা বাংলাদেশিরা!       রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেন মুনছুর ভূইয়া       দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার    
 


নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না দেখতে হবে

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না দেখতে হবে

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনার পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার দুপুরে জাতীয় সংসদের নবম অধিবেশনের শুরুর দিনে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

প্রয়াত কয়েকজন সংসদ সদস্যের পাশাপাশি গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রস্তাব আনা হয় সংসদে।

শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে হারুন অর রশিদ বলেন, ‘নারায়ণগঞ্জ বিস্ফোরণে ‘এসির’ কথাটি সংশোধনের অনুরোধ করবো। কারণ মাগরিবের নামাজ থেকে এশার নামাজের সময়ের ব্যবধান মাত্র দেড় ঘণ্টা। তাই এই সময়ে গ্যাস চেম্বার হওয়ার সুযোগ কম। আমি দাবি জানাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী এবং র‌্যাবের বোম বিশেষজ্ঞ টিম দিয়ে তদন্ত করা হোক। এবং এর পেছনে দায়ীদের খুঁজে বের করা হোক।’

বিএনপির সাংসদ বলেন, ‘এটাকে ছোটভাবে না দেখার অনুরোধ করছি। বিষয়টিকে গুরুত্ব দিতে বলবো। যারা বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে কাজ করতে হবে। এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।’

শোক প্রস্তাবে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদের নাম সংযোজন করতে অনুরোধ জানান হারুন অর রশিদ। বলেন, ‘এই হত্যাকাণ্ডটি এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা। মেজর সিনহার জীবন বৃত্তান্তও সংসদের আজকের শোক প্রস্তাবে যুক্ত করার দাবি জানাচ্ছি। এই ঘটনায় জাতি শোক প্রকাশ করেছে। তাই এই বিষয়টি সংসদের শোক প্রকাশ তালিকায় স্থান দেয়া উচিত।’

 


Top