আজ || শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ       ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       বাহরাইনে সিলেট বিভাগীয় বিএনপি’র ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন       সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাগনভূঞায় মানববন্ধন       ফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সদস্য রবিউল ইসলামের মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে “জুলাই বিয়ন্ড বর্ডার্স” এবং “রেমিটেন্স যোদ্ধা দিবস” উদযাপন       সম্মাননা পেলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন        কুমিল্লার চান্দিনা উপজেলার ১০ নং গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত       বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: ফেনীতে আবদুল আউয়াল মিন্টু    
 


নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ৮ম কেন্দ্রিয় মিট-আপ সম্পন্ন।

মোশারফ হোসেন জনী

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ৮ম কেন্দ্রিয় মিট-আপ সম্পন্ন।


কাতারের রাজধানী দোহার নিউ আর জামান রেষ্টুরেন্টে মো : সহিদ হোসেন ও মোতালেব এর সঞ্ছালনায় আব্দুস শাক্কুর এর কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ৮ম কেন্দ্রিয় মিট-আপ শুরু হয়।

আব্দুল মোতালেব শুভেচ্ছা বক্তব্যে কাতারের বিভিন্ন প্রান্তের আগত উপস্থিত সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন, সাইফুল ইসলাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর শপথ বাক্য সবাইকে পাঠ করান।

অনুষ্ঠানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার টিমের সকল অর্জন ও সাফল্য তুলে ধরেন গল্প ফাউনাডেশনের কোর ভলান্টিয়ার সি.এম. হাসান, শওকত আলী, কান্ট্রি এম্বাসেডর আল আমিন, সদস্য চৌধুরী হাসান মাহমুদ, ইঞ্জি. ইয়াকুব খন্দকার, ইকবাল হোসেন ও হাবিব মোহতাসিম ও মনিরুল ইসলাম।

প্রধান অতিথী স্টেশন লিমুজিন কোম্পানির স্বত্তাধিকার মো আব্দুল আলী নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ এর এমন যুগ- উপযোগী পদক্ষেপের প্রতি সম্মান জানান ও আজকে প্রবাসে বসেও “চাকরি করবো না, চাকরি দিব ” এই স্লো-গানের সাথে প্রতিটা সদস্য যেভাবে স্বপ্ন দেখছে এতে করে আগামীতে আর বাংলাদেশের ছেলেরা চাকরির জন্যে ঘুরবে না কারন তারাই উদ্যোগতা হবে এভাবেই বদলে যাবে সোনার বাংলাদেশ এবং এই ফাউন্ডেশনের প্রতিটা মেম্বারকে সকল প্রকার সহযোগিতা করবেন উদ্যোগতা হতে এমন আশ্বাস দেন।

সব শেষে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ২০২০ সালের সেরা কোর ভলান্টিয়ার, কান্ট্রি এম্বাসেডর ও ভলান্টিয়ারদের সম্মাননা করা হয়।

সবশেষে পোগ্রামের কনভেনর মো: আলমিন হোসেন সকলকে অ্যাপায়নের মাধ্যমে পোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়।


Top