আজ || বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  যে কোন মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে-ফেনীর সোনাগাজীতে জনসভায় তারেক রহমান       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক অনুষ্ঠিত       বাংলাদেশ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বাহরাইনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত       ফেনীর ৪০ চেয়ারম্যানই আত্মগোপনে, ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা       ফেনীর দাগনভূইয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০       দাগনভূঁইয়ার প্রত্যেক বাজারের, দায়িত্বশীলদের ওসি মোহাম্মদ লুৎফর রহমানের অনুরোধ       চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে, দাগনভূঁইয়া থানার ওসি লুৎফর রহমান       শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ    
 


নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ৮ম কেন্দ্রিয় মিট-আপ সম্পন্ন।

মোশারফ হোসেন জনী

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ৮ম কেন্দ্রিয় মিট-আপ সম্পন্ন।


কাতারের রাজধানী দোহার নিউ আর জামান রেষ্টুরেন্টে মো : সহিদ হোসেন ও মোতালেব এর সঞ্ছালনায় আব্দুস শাক্কুর এর কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ৮ম কেন্দ্রিয় মিট-আপ শুরু হয়।

আব্দুল মোতালেব শুভেচ্ছা বক্তব্যে কাতারের বিভিন্ন প্রান্তের আগত উপস্থিত সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন, সাইফুল ইসলাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর শপথ বাক্য সবাইকে পাঠ করান।

অনুষ্ঠানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার টিমের সকল অর্জন ও সাফল্য তুলে ধরেন গল্প ফাউনাডেশনের কোর ভলান্টিয়ার সি.এম. হাসান, শওকত আলী, কান্ট্রি এম্বাসেডর আল আমিন, সদস্য চৌধুরী হাসান মাহমুদ, ইঞ্জি. ইয়াকুব খন্দকার, ইকবাল হোসেন ও হাবিব মোহতাসিম ও মনিরুল ইসলাম।

প্রধান অতিথী স্টেশন লিমুজিন কোম্পানির স্বত্তাধিকার মো আব্দুল আলী নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ এর এমন যুগ- উপযোগী পদক্ষেপের প্রতি সম্মান জানান ও আজকে প্রবাসে বসেও “চাকরি করবো না, চাকরি দিব ” এই স্লো-গানের সাথে প্রতিটা সদস্য যেভাবে স্বপ্ন দেখছে এতে করে আগামীতে আর বাংলাদেশের ছেলেরা চাকরির জন্যে ঘুরবে না কারন তারাই উদ্যোগতা হবে এভাবেই বদলে যাবে সোনার বাংলাদেশ এবং এই ফাউন্ডেশনের প্রতিটা মেম্বারকে সকল প্রকার সহযোগিতা করবেন উদ্যোগতা হতে এমন আশ্বাস দেন।

সব শেষে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ২০২০ সালের সেরা কোর ভলান্টিয়ার, কান্ট্রি এম্বাসেডর ও ভলান্টিয়ারদের সম্মাননা করা হয়।

সবশেষে পোগ্রামের কনভেনর মো: আলমিন হোসেন সকলকে অ্যাপায়নের মাধ্যমে পোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়।


Top