আজ || শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


নিবন্ধন ছাড়াই করোনার টিকা নিতে পারবেন গার্মেন্টস শ্রমিকরা

 

অনলাইন ডেস্ক :

গাজীপুরে রেজিস্ট্রেশন ছাড়াই গার্মেন্টস শ্রমিকরা করোনার টিকা নিতে পারবেন। আজ রোববার (১৮ জুলাই) ১০ হাজার শ্রমিককে টিকা দেয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। শনিবার (১৭ জুলাই) গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। এজন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে।

তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল রোববার থেকেই এ কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেয়া নির্দেশে শুরুতে জেলার চারটি পোশাক শিল্পের শ্রমিকরা টিকা পাবেন। এগুলো হলো- তোষোকা ডেনিম, তোষোকা ট্রাউজার, স্পেরো অ্যাপারেলস ও রোজভ্যালি গার্মেন্টস লিমিটেড। এসব কারখানার ১০ হাজার শ্রমিককে মডার্নার টিকা দেওয়া হবে।

নিবন্ধন ছাড়া টিকা দেয়ার বিষয়ে ডা. খায়রুজ্জামান বলেন, শ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতে নিবন্ধন ছাড়াই টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সব শ্রমিককে এ টিকার আওতায় আনা হবে। তবে টিকা গ্রহণের সময় শ্রমিকদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে।


Top