আজ || শনিবার, ২৬ জুলাই ২০২৫
শিরোনাম :
  পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!       মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে ১৭১ জন       বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় পাশের হার হয়েছে ৯৮.৬ শতাংশ       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনে নিযুক্ত, বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক       ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির       ফেনীর বন্য নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রয়োজনীয়তা জানাল মন্ত্রণালয়!       কুয়েতে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন প্রতিনিধি দলের সংবর্ধনা       কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত       খাল দখল করে মার্কেট নির্মাণ টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহর আবাসিক এলাকা ও রাস্তাঘাট       বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা    
 


পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!

পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!

ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে টেকসই বাঁধ নির্মাণ সহ ৮দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড ফেনী অভিমুখী পদযাত্রা সম্পন্ন হয়েছে। ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনীর ছয় উপজেলার হাজারখানেক স্বেচ্ছাসেবী, সাধারণ মানুষের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে সংহতি প্রকাশ করেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও কমিউনিটির প্রতিনিধিরা। ওসমাণ গণি রাসেল-নিশাদ আদনানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মুফতি আব্দুল হান্নান, আবু তালেব রিপন, আব্দুর রহিম ফরহাদ, জাহিদুল ইসলাম, আজিজ উল্লাহ আহমদি, নূর নবী হাসান, খন্দকার সুমন ও অন্যান্যরা।

কার্যক্রমের শুরুতেই মাইলস্টোন ট্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ফাত্তাহ। পদযাত্রাটি ফেনী শহীদ মিনার থেকে পায়ে হেঁটে পাউবো অভিমুখে গিয়ে শেষ হয়। কর্মসূচীর আয়োজকরা এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে তাদের দাবি পেশ করেন। পাউবো কর্মকর্তারা দাবিদাওয়া মানার আশ্বাস দিয়ে পদযাত্রা শেষ করার আহবান জানান। এরপর আয়োজকদের একটি প্রতিনিধি দল ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে বাঁধ সংরক্ষণ, মেরামত ও জলাবদ্ধতা দূরীকরণে অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন।

পদযাত্রায় বক্তারা তাদের দাবিদাওয়া মেনে না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।
কর্মসূচীর পক্ষ থেকে ফেনী প্রবাসী উদ্যোগের জিয়াউল হক, নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠক নুর করিম মুন্না, সাইদুল তানজীল, মো. পিয়াস, মোজাম্মেল মিঠু, শাহাদাত সহ উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।


Top