আজ || শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


পেটের ভেতরে করে ইয়াবা পাচার: পায়ুপথে অপসারণ

বিশেষ প্রতিবেদক:

ফেনীতে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার ৯ নভেম্বর সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ চাড়িপুর অংশের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে বিশেষ কৌশলে পায়ুপথ দিয়ে অপসারণ করে ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃতরা হলেন দ্বীন মোহাম্মদ সাগর ( ১৯), সঞ্চিতা বেগম (২৫) ও খালেদা বেগম (২৭)। আটককৃতরা সকলে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, তল্লাশীর সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে বিশেষ কায়দায় পেটের ভেতর করে তারা ইয়াবা পাচার করছে। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এক্সরে করা হলে তাদের পেটে দানাদার বস্তু দেখা যায়। পরবর্তীতে আসামিদের থানায় নিয়ে বিশেষ কৌশলে তাদের পেট থেকে ছোট ছোট পোটলা আকারে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ফেনী মডেল থানাধীন এলাকার ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে তল্লাশী চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা কলা খাওয়ার মাধ্যমে বিশেষ কায়দায় পেটে ইয়াবা বহন করে। পরবর্তীতে পায়ুপথ দিয়ে বিশেষ কৌশলে তাদের পেটে থেকে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তারা জানিয়েছে এসব ইয়াবা তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করে থাকে। আসামিদের মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি৷


Top