আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকদের সম্মান করা: ইউএনও নিবেদিতা চাকমা

দাগনভূঞা প্রতিনিধি:
শিক্ষক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা উপজেলা স্বনামধন্য উজ্জীবক আর্ট স্কুল পরিদর্শনে গিয়ে একজন পেশাদার শিক্ষকের মতো কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে মজার সব গল্প শুনান। এসময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাবা-মায়ের পরে শিক্ষকদের অবস্থান। কাজেই প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকদের প্রতি সম্মান বজায় রেখে চলা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে পৌর শহরের পুরাতন থানা রোড এলাকায় জাতীয় পর্যায়ে একাধিকবার চিত্রকলায় বিজয়ী শিক্ষার্থীদের স্বনামধন্য উজ্জীবক আর্ট স্কুল পরিদর্শন করেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা শিল্প কলা একাডেমির সহসভাপতি ও উজ্জীবক আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গিয়াস উদ্দিন ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শিক্ষার্থীদের অভিভাবকরা ও অত্র আর্ট স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন ইউএনও নিবেদিতা চাকমা, ইউএনও আরও বলেন,শিক্ষা জ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাদের মাঝে আমার স্বপ্ন গুলো দেখতে পাই। একদিন তারা বড় বড় অফিসার হবে। দেশ পরিচালনা করবে। বিশ্বজয় করবে। এক কথায় উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। যেখানেই থাকি শিক্ষার্থীদের সাথে আমার যোগাযোগ থাকবে। আমরা চাই স্বপ্নের সমান বড় হোক তারা।


Top