আজ || বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতা আবদুল লতিফ জনির অর্থায়নে রাস্তা সংস্কার       ফেনীর দাগনভূঞায় মাছের পোনা অবমুক্তকরণ       ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত       ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন       বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সাথে বাংলাদেশে রাষ্ট্রদূতের বৈঠক       বাহরাইনসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর অনুমোদন পেল ইসি    
 


ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত

আবদুল্লাহ আল মামুন:
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে
ফেনীতে বেলুন উড়িয়ে ভিডিপি দিবস-২০২৫ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।

রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় ফেনী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে জেলা কমান্ড্যান্ট এর নেতৃত্বে  জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য  র‍্যালি বের হয়। র‍্যালিটি ফেনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং বিনামূল্যে রক্তের গ্রুপ টেস্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন এবং ১০ জন ভিডিপির ইউনিয়ন-ওয়ার্ড দলনেতা দলনেত্রী ও ভিডিপি সদস্য সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।

এসময় ভিডিপি দিবসের সফলতা তাৎপর্য তুলে ধরে সদস্য সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট বলেন,  এটি একটি সুশৃঙ্খল বাহিনী। অবশ্যই  বাহিনীর নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। বাহিনীর সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ না করার আহ্বান জানান তিনি।

এসময় জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম,
দাগনভূঞা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান, ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী, পরশুরাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন, জেলার সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সানোয়ারুল আলম, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন। এছাড়াও উপজেলা প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, মনোয়ারা বেগম, খাদিজা ইসলাম, পারভিন সুলতানা, প্রশিক্ষক ফজলুল হক, মাসুদ পারভেজ, ভিক্টর বসাক, মুহাম্মদ কাউসার হামিদসহ বিভিন্ন উপজেলা হতে আগত কর্মকর্তা-কর্মচারী, ভিডিপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ৫ই জানুয়ারি ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) বা গ্রাম প্রতিরক্ষা দল প্রতিষ্ঠা লাভ করে।


Top