আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞাঁ কোরাইশ মুন্সি বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকানের সব মালামাল পুড়ে ছাই 

বিশেষ প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞাঁ কোরাইশ মুন্সি বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকানের সব মালামাল পুড়ে ছাই

ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সি বাজারের কালা মিয়ার মার্কেটে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

এতে পায় ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের প্রচেষ্টার কারণে বাজারের কয়েকশ দোকান আগুনের হাত থেকে রক্ষা পায়।

এই উপজেলায় এমন অগ্নিকাণ্ডের ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে। অথচ নেই সরকারি কোন ফায়ার সার্ভিস স্টেশন। আগুন লাগলে ফেনী থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই পুড়ে যায় সম্পদ।

স্থানীয়রা জানান,আগুন লাগার পর ফেনী থেকে ফায়ার সার্ভিস আসতে এক ঘণ্টা সময় লাগে। সেজন্য অগ্নিকাণ্ডের ঘটনায় পথে বসতে হল অনেক ব্যবসায়ীকে।

বাজারের ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা দাগনভুঞাঁ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো কাজ হয়নি। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিবছর কোটি কোটি টাকার সম্পদ পুড়ছে।

জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে কোন ফায়ার স্টেশন স্থাপন হয়নি। দ্রুত একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

বিস্তারিত আসছে….


Top