আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় নিষিদ্ধ হর্ন ব্যবহার করায় ৩ জনকে ৯ হাজার টাকা জরিমানা

আবদুল্লাহ আল মামুন:
নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দাগনভূঞায় তিনজনকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় সড়কে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে রাকিব হোসেন,মোশারফ হোসেন ও মোঃ সেলিম নামে তিন ব্যক্তিকে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর সংশ্লিষ্ট ধারায় তিন হাজার করে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।


Top