আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় প্রতারণা করে পালিয়ে গেল গৃহবধূ কোহিনূর

বিশেষ প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর (৩নং ওয়ার্ড) মুজা বেপারী বাড়ির লায়লা আক্তার কোহিনূর (৪১) নামের এক গৃহবধূর প্রতারণার শিকার একই বাড়ির কয়েক পরিবার।

কোহিনূর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মুজা বেপারী বাড়ির প্রবাসী আবদুল ছামাদের স্ত্রী।

ভুক্তভোগী শেফালী আক্তার জানান, কোহিনূর বিভিন্ন এনজিও থেকে লোন নেয়। সেখানে জামিনদার হিসেবে আমার ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে লোন নেয়। এছাড়াও আমার কাছ থেকে হাওলাত হিসেবে বিভিন্ন সময় ২ লক্ষ টাকা নিয়েছে এবং বেড়াতে যাবে বলে আমার স্বর্ণালংকার নিয়েগেছে।
প্রতারণার শিকার একই বাড়ির বুলবুলি ও ইয়াছমিন জানান, একই কায়দায় এনজিও থেকে লোন নিয়ে আমাদের ছবি আইডিসহ সংশ্লিষ্ট কাগজপত্র ব্যবহার করে জামিনদার করা হয়। একই এলাকার আরও কয়েকজন জানান, ওই গৃহবধূ বিভিন্ন সময় এলাকার বেশ কয়েকজন থেকে হাওলাত ও প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে গত প্রায় দুই মাস আগে পালিয়ে যায়। ভুক্তভোগী শেফালী আক্তারের স্বামী মোঃ আবুল হোসেন ছোটন জানান, ওই গৃহবধূর প্রতারণার শিকার হয়ে এখন অনেক পরিবার নিঃস্ব হয়েগেছে। তিনি আরও জানান, এবিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করব। কোহিনূরকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন। কেউ তার সন্ধান দিতে পারলে উপযুক্ত সম্মান করা হবে। সন্ধান পেলে নিচের দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। (০১৮২৫-২৯৯৯৫৭ আবুল হোসেন ছোটন)।

এবিষয়ে অভিযুক্ত কোহিনূরের দুইটি মোবাইল নাম্বারে বারংবার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।


Top