আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


ফেনীর দাগনভূঞায় প্রতারণা করে পালিয়ে গেল গৃহবধূ কোহিনূর

বিশেষ প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর (৩নং ওয়ার্ড) মুজা বেপারী বাড়ির লায়লা আক্তার কোহিনূর (৪১) নামের এক গৃহবধূর প্রতারণার শিকার একই বাড়ির কয়েক পরিবার।

কোহিনূর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মুজা বেপারী বাড়ির প্রবাসী আবদুল ছামাদের স্ত্রী।

ভুক্তভোগী শেফালী আক্তার জানান, কোহিনূর বিভিন্ন এনজিও থেকে লোন নেয়। সেখানে জামিনদার হিসেবে আমার ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে লোন নেয়। এছাড়াও আমার কাছ থেকে হাওলাত হিসেবে বিভিন্ন সময় ২ লক্ষ টাকা নিয়েছে এবং বেড়াতে যাবে বলে আমার স্বর্ণালংকার নিয়েগেছে।
প্রতারণার শিকার একই বাড়ির বুলবুলি ও ইয়াছমিন জানান, একই কায়দায় এনজিও থেকে লোন নিয়ে আমাদের ছবি আইডিসহ সংশ্লিষ্ট কাগজপত্র ব্যবহার করে জামিনদার করা হয়। একই এলাকার আরও কয়েকজন জানান, ওই গৃহবধূ বিভিন্ন সময় এলাকার বেশ কয়েকজন থেকে হাওলাত ও প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে গত প্রায় দুই মাস আগে পালিয়ে যায়। ভুক্তভোগী শেফালী আক্তারের স্বামী মোঃ আবুল হোসেন ছোটন জানান, ওই গৃহবধূর প্রতারণার শিকার হয়ে এখন অনেক পরিবার নিঃস্ব হয়েগেছে। তিনি আরও জানান, এবিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করব। কোহিনূরকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন। কেউ তার সন্ধান দিতে পারলে উপযুক্ত সম্মান করা হবে। সন্ধান পেলে নিচের দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। (০১৮২৫-২৯৯৯৫৭ আবুল হোসেন ছোটন)।

এবিষয়ে অভিযুক্ত কোহিনূরের দুইটি মোবাইল নাম্বারে বারংবার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।


Top