আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার করমুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী। বিশেষ অতিথি’র বক্তব্য জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক খাজা করিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, স্থানীয় ইউপি সদস্য অত্র বিদ্যালয়ের এসএমসি সদস্য জসিম উদ্দিন, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা, ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস মজুমদার, দেবরামপুর জাহানারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর কুমার শীল, অত্র বিদ্যালয়ের এসএমসি বাহার উদ্দিন, আবু ছায়েদ বোরহান ও মোঃ সায়েম প্রমুখ। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন দীর্ঘ ৩৮ বছর শিক্ষা জীবনের তিনি একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। উনার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক ছাত্রছাত্রীরা আজ প্রতিষ্ঠিত। উদার শিক্ষা দক্ষতাকে সবাই আজীবন স্মরণ করবে।

শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ছাত্র-শিক্ষক এবং কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বিগত ১৯৮৫ সালের পহেলা জানুয়ারিতে শিক্ষাকতা পেশায় যোগদান করেন। তিনি ১৯৯৪ সালের ১০ এপ্রিলে করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। অবশেষে ১০ জুলাই অবসর গ্রহণ করেন। বিদায়ী শিক্ষকের ও অতিথিদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


Top