আজ || বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


ফেনীর দাগনভূঞায় প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার করমুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী। বিশেষ অতিথি’র বক্তব্য জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক খাজা করিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, স্থানীয় ইউপি সদস্য অত্র বিদ্যালয়ের এসএমসি সদস্য জসিম উদ্দিন, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা, ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস মজুমদার, দেবরামপুর জাহানারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর কুমার শীল, অত্র বিদ্যালয়ের এসএমসি বাহার উদ্দিন, আবু ছায়েদ বোরহান ও মোঃ সায়েম প্রমুখ। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন দীর্ঘ ৩৮ বছর শিক্ষা জীবনের তিনি একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। উনার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক ছাত্রছাত্রীরা আজ প্রতিষ্ঠিত। উদার শিক্ষা দক্ষতাকে সবাই আজীবন স্মরণ করবে।

শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ছাত্র-শিক্ষক এবং কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বিগত ১৯৮৫ সালের পহেলা জানুয়ারিতে শিক্ষাকতা পেশায় যোগদান করেন। তিনি ১৯৯৪ সালের ১০ এপ্রিলে করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। অবশেষে ১০ জুলাই অবসর গ্রহণ করেন। বিদায়ী শিক্ষকের ও অতিথিদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


Top