আজ || বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর দাগনভূঞায় প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার করমুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী। বিশেষ অতিথি’র বক্তব্য জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক খাজা করিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, স্থানীয় ইউপি সদস্য অত্র বিদ্যালয়ের এসএমসি সদস্য জসিম উদ্দিন, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা, ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস মজুমদার, দেবরামপুর জাহানারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর কুমার শীল, অত্র বিদ্যালয়ের এসএমসি বাহার উদ্দিন, আবু ছায়েদ বোরহান ও মোঃ সায়েম প্রমুখ। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন দীর্ঘ ৩৮ বছর শিক্ষা জীবনের তিনি একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। উনার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক ছাত্রছাত্রীরা আজ প্রতিষ্ঠিত। উদার শিক্ষা দক্ষতাকে সবাই আজীবন স্মরণ করবে।

শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ছাত্র-শিক্ষক এবং কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বিগত ১৯৮৫ সালের পহেলা জানুয়ারিতে শিক্ষাকতা পেশায় যোগদান করেন। তিনি ১৯৯৪ সালের ১০ এপ্রিলে করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। অবশেষে ১০ জুলাই অবসর গ্রহণ করেন। বিদায়ী শিক্ষকের ও অতিথিদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


Top