আজ || মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
  সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে স্মরণসভা       পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত       নোয়াখালী জেলা বিইউটিস’র আহ্বায়ক কমিটি ঘোষণা       ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে       ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ       বাহরাইনে এমবি জালাল উদ্দীনের সুস্থতা এবং দেলোয়ার সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি       ফেনীতে ঈদে আজম এর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ       ফেনীর দাগনভূঞায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে সেমিনার       ফেনীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় বিনামূল্যে ২২লাখ টাকার কৃষি উপকরণ বিতরণ করল মার্কেন্টাইল ব্যাংক

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোগে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় উপজেলার ১ হাজার ৭শ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে আতাতুর্ক মিজান মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন হুমায়ুন।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন ও মার্কেন্টাইল ব্যাংক দাগনভূঞা শাখা প্রধান মনোয়ার হোসেন সেন্টু প্রমুখ। এসময় সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নূর নবী, পূর্বচন্দ্রপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ এনায়েত উল্ল্যাহ, মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা-নোয়াখালী রিজিয়নের প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান কৃষি ঋণ বিভাগ মোহাম্মদ সফরুজ্জামান খান, এফভিপি ও শাখা প্রধান ফেনী শাখা মোঃ শাহাদাত হোসেন, ছাগলনাইয়া শাখা প্রধান মোঃ বাহার উদ্দিন, মুন্সির হাট শাখা প্রধান নিজাম উদ্দিন ও সিন্দুরপুর উপশাখা প্রধান মিথুন সাহা প্রমুখ। এছাড়াও সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সংশ্লষ্টি সূত্রে জানাগেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ১ হাজার ৭শ কৃষকের মাঝে বিনামূল্যে ১৭০০ বস্তা সার বিতরণ করা হয়েছে। যার বাজার মূল্যে ২২ লাখ টাকা।


Top