আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় বিষমুক্ত শাক-সবজি চাষ বিষয়ক ৭দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জৈবিক পদ্ধতিতে বিষমুক্ত শাক-সবজি চাষ বিষয়ক ৭দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে ।

সোমবার (১৮ডিসেম্বর) বিকেলে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের শরীপুর গ্রামে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা পুলক দাস।

যুব উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, প্রশিক্ষনে শাক সবজি উৎপাদনের কলা-কৌশল, বিষমুক্ত নিরাপদ সবজি চাষে রোগ-পোকা দমনে করনীয়, সবজি সংগ্রহসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ প্রশিক্ষণ কোর্সে ৩০জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা স্ব উদ্যোগে আত্মকর্মী হবেন। পরবর্তীতে চাহিদার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তা প্রদান করা হবে।


Top