আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর দাগনভূঞায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হাজেরা বেগম

আবদুল্লাহ আল মামুন:
পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন ফাজিলের ঘাট ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা হাজেরা বেগম।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী।

‘জেন্ডার সমতাই শক্তি; নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভবনার দ্বার উম্মোচন’ এবার এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হাজেরা বেগম এই শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে সম্মাননা প্রদান করেন।
এই বিষয়ে হাজেরা বেগম বলেন, আমি দীর্ঘদিন যাবত এই পেশায় মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এখন সাধারণ মানুষের আস্থা অর্জনে আমি সক্ষম হয়েছি। এই সম্মাননা আমার কাজের অগ্রগতি আরো বহুগুণে বাড়িয়ে দিবে।


Top