নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে নুরুল করিম বাবলু নামে এক ভ্যান চালককে আটক করে তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে । এই ঘটনায় গতকাল রবিবার অমর রাফি রকি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী শহর পুলিশ ফাঁডির ইনচার্জ রতন দেবনাথ। সে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবু সাইদ বাচ্চুর ছেলে। এর আগে গত মঙ্গলবার দিবা গতরাতে ফেনী শহরতলীর মাথিয়ারা গ্রামে সংগঠিত ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে ফেনী মডেল থানায় ভুক্তভোগী নারী অভিযোগ দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। মামলায়
ফেনীতে স্বামীকে আটক করে স্ত্রীকে
মাথিয়ারা এলাকায় এসে আনোয়ার মিয়ার কলোনির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন ওই দম্পতি। স্বামী নুরুল করিম বাবলু রিক্সা ভ্যান চালিয়ে সংসার চালাতেন। কয়েক
মাস আগে থেকে স্থানীয় বখাটেরা বাবলুর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন।
“মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে স্থানীয় রকি কথা আছে বলে রিকসা চালক বাবলুকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে বাবলুর অবস্থা খারাপ বলেনতার স্ত্রীকে ডেকে নিয়ে যায়। পরে তারা কলোনীর পাশে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে
নিয়ে বাবলুর স্ত্রীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাবলুকে মারধর করে মাদক দিয়ে পুলিশে দেয়ার ভয় দেখায়। এক পর্যায়ে কামরুল, মহিন ও রকি ভয়ভীতি দেখিয়ে দুই সন্তানের মা ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
নির্যাতিতার স্বামী বাবলু জানান, “রাতভর বখাটেরা আমাকে আটকে রেখে মারধর করে।