আজ || শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনীর বিদায়ী ও নবাগত জেলা প্রশাসক কে সংবর্ধনা ও বরন

ফেনী প্রতিনিধি :

ফেনী সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ফেনী জেলা শাখা কতৃক আয়োজিত বদলীজনিতকারনে ফেনীর বিদায়ী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান মহোদয়ের কে বিদায়ী সংবর্ধনা ও নবাগত জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান কে অনুষ্ঠানিকভাবে বরন করা হয়েছে।

 

মঙ্গলবার রাতে (২২ জুন) ফেনী সরকারি সাকির্ট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা ও বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজম উদ্দিন হাজারী এমপি বলেন বিদায়ী জেলা প্রশাসক একজন দক্ষ ও বিচক্ষণকর্মকর্তা হিসেবে প্রশাসন পরিচালনা করেছেন একই সাথে তিনি দায়িত্বের বাহিরেও দায়িত্ব পালন করছেন কোভিডকালীন সময় নিরলসভাবে কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হন।

এসময় আরও উপস্থিত ছিলেন,ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, নবাগত জেলা প্রশাসকের সহধর্মীনি ও বিদায়ী জেলা প্রশাসকের সহধর্মীনি, ফেনীকে কর্মরত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সরাকার দলীয় সংগঠনের উদ্ধর্তন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Top