আজ || শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা অনুষ্ঠিত       বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       ফেনীর দাগনভূঞায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা       বাহরাইনের ফ্যামিলি মাইক্রোফাইন্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাথে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক       ক্ষমতার প্রভাবে শিক্ষকতা না করেও ১৫বছর যাবত স্কুলের বেতন উত্তোলন করেন রাবেয়া আক্তার রাবু       বাহরাইনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব       নানা আনুষ্ঠানিকতার মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে নবমী পূজা পালিত       বাংলাদেশ নজরুল সেনা ফেনী জেলার উদ্যোগে সাধারন সভা অনুষ্ঠিত    
 


ফেনী ইউনিভার্সিটিতে ক্যারিয়ার এক্স প্রোগ্রাম অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের (বিওয়াইএলসি) ক্যারিয়ার এক্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ মে ও ১ জুন দুইদিন ব্যাপি ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলায়তনে ফেনী ইউনিভার্সিটি ‘ল’ মুটিং সোসাইটির (ফুলমস) সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রোগ্রামে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনমূলক ও চাকরি বাজারে নিজেদের এগিয়ে নেয়ার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাসফিয়া তাসনিম দিশি (সিনিয়র এক্সিকিউটিভ, অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট, বিওয়াইএলসি), আব্দুল্লাহ আল মামুন সানি (এক্সিকিউটিভ, লিডারশীপ ডেভেলপমেন্ট এন্ড টিচিং, বিওয়াইএলসি), হাবিবা তাসনিম (এক্সিকিউটিভ, অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট,বিওয়াইএলসি )
আরাফাত ইসলাম (এক্সিকিউটিভ, রিসার্চ মনিটরিং এন্ড ইভুলেশন বিওয়াইএলসি), তওসিফ এ জাওয়াদ (প্রফেশনাল ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, বিওয়াইএলসি)

উল্লেখ্য, ইউনিভার্সিটির ৯০ জন নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রমটির ৬ টি সেশন অনলাইনে ও ২টি সেশন অফলাইনে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে লিডারশীপ, প্লানিং, সিভি রাইটিং, ইন্টারভিউ, টিমওয়ার্ক, নেটওয়ার্কিং, কমিউনিকেশন, ক্যারিয়ার প্লানিংসহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


Top