আজ || শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে শিক্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের উদ্যোগে শিক্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩)ফেনী ইউনিভার্সিটি কেন্দ্রীয় মিলায়তনে আইন বিভাগের উদ্যোগে অনুষ্ঠানি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সেন্ট্রাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ প্রাতিষ্ঠানিক নৈপুণ্যের জন্য শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.এম জামালউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন বিভাগে সবসময় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে।এমন আয়োজন সত্যিই প্রশসংনীয়। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন,স্মার্ট বাংলাদেশ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অনেক।তোমাদের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। এছাড়া, আইন বিভাগ যেভাবে প্রায়োগিক জ্ঞান এবং দক্ষতার উপর জোর দিয়ে বিভিন্ন প্রোগ্রাম এবং পরিদর্শনের আয়োজন করেন সেসবের প্রশংসায় তিনি পঞ্চমুখ ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক তায়বুল হক বলেন, আইন বিভাগ প্রতি সেমিস্টারে এই সম্মেলন আয়োজন করে থাকে। যার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলোচনায় একাডেমিক উন্নয়নে নানামুখী উদ্যোগ নেয়া হয়। আইন বিভাগের অনন্য এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগকে অনুপ্রাণিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আইন বিভাগের ৩১ তম ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান জিহাদ ও কাজী সুমাইয়ার যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক হারুন আল রশীদ,রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো: আয়াতুল্লাহ,আইন বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদ, প্রভাষক সাখাওয়াত সাজ্জাদ সেজান , প্রভাষক কাজী তাসনিম জাহান, এডজাঙ্কট ফ্যাকাল্টি উম্মে হাবিবা জিতু, জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম তালুকদারসহ আইন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।


Top