আজ || বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


ফেনী চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্র্যাট কোর্ট পরিদর্শন করেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থীরা ফেনী চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্র্যাট কোর্ট পরিদর্শন করে এবং এসময় ফৌজদারি বিচারিক প্রক্রিয়ার উপর একটি লেকচার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৭ নভেম্বর ২০২৩) ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের উদ্যোগে লেকচারটি অনুষ্ঠিত হয়।

আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্র্যাট জনাব মো. আতাউল হক। এসময় আরো উপস্থিত ছিলেন ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল এর বিচারক (যুগ্ম জেলা জজ) মো. আক্কাস আলী এবং সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান।

এসময় প্রধান বক্তা শিক্ষার্থীদের মাঝে ফৌজদারি বিচার প্রক্রিয়ার প্রায়োগিক বিভিন্ন খুটিনাটি বিষয়াবলী তুলে ধরেন। আইন বিভাগের শিক্ষার্থীদেরকে ফৌজদারি মামলা পরিচালনা ও ন্যায়বিচার নিশ্চিতে আদালতের কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা প্রদান করেন। সোশ্যাল ইন্জিনিয়ার হিসেবে আইনের শিক্ষার্থীদের সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে কাজ করার উদাত্ত আহবান জানান।

এসময় আইন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ তাদের শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতম করে গড়ে তোলার উদ্দ্যেশ্যে এই ধরনের আয়োজন করে থাকে। এখানকার শিক্ষার্থীরা ফেনীর মত মফস্বলে বসে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যাবস্থার দিকে হাঁটছে।

তিনি আরো বলেন, এই লেকচারের মাধ্যমে সম্মানিত চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্র্যাট মহোদয়ের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তাদের মামলা পরিচালনায় অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে এবং প্রায়োগিক জ্ঞান কে সমৃদ্ধ করবে।

পরিশেষে শিক্ষার্থীদের জন্য এরকম সুযোগ করে দেয়ার জন্য তিনি ফেনীর চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্র্যাট এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


Top