আজ || বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত       বাহরাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা       বৃহত্তর কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন “হুইল ব্যালেন্স অটো সার্ভিস” এর শুভ উদ্বোধন    
 


ফেনী-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বিশেষ প্রতিবেদক 

বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ফেনী-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৪ সালের এদিনে সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন বরেণ্য এ রাজনীতিক। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শহরের পাগলা মিয়ার তাকিয়া মসজিদে বাদ আসর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হইবে।

তাঁর পৈত্রিক বাড়ী সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে। স্বনামধন্য ব্যবসায়ী মোশাররফ হোসেন ১৯৯৬ সালের দিকে রাজনীতিতে সক্রিয় হন। তিনি ১৯৯৬ সালে ফেনী-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালে তিনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ ও ২০০৮ সালে চারদলীয় জোটের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন।

এছাড়া তিনি ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি, বিজিএমই’র সভাপতি,বায়রার চেয়ারম্যান, মোহামেডান স্পোটিং ক্লাবের চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর উদ্যোক্তা পরিচালক, বে-ইস্টার্ণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক দিনকাল এর পরিচালক.ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত.ছিলেন।

তাঁর পিতা মরহুম বেলায়েত হোসেন ফেনী জেলার স্বণামধন্য আইনজীবী.ছিলেন। ছোট ভাই মোয়াজ্জেম হোসেন ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও.হোসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। অপর ভাই শাহাদাত হোসেন সেলিম.ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক। তিনি ৩ কন্যা সন্তানের জনক। মোশাররফ.হোসেন তার নিজ এলাকা সোনাগাজীতে অসংখ্য ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

 


Top