
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আ: লীগ বাহরাইন শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় রাত ৯টায় লিন্নাস মেডিক্যাল সেন্টারের কনফারেন্স হল রুমে সংগঠনের সভাপতি আলা উদ্দিন নুরের সভাপতিত্বে

ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাহিদের সঞ্চালনায়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয় ও সেদিনের নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মনজুর আহম্মেদ।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাশেম।

স্বাগত বক্তব্য রাখেন যুগ্মসাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাজহারুল হক নয়ন।

মোস্তফা কামাল,

সহসভাপতি সেলিম দড়ি,

মোঃ হোসেন,

সেলিম চৌধুরী,

আব্দুস সাত্তার,

যুবলীগের সভাপতি মজিবর রহমান,

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বাবু দুলাল দাস,

সেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন,

শ্রমিক লীগের সহসভাপতি আবুল বাশার,

সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ,

বিষ্ণুপদ,

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মুসা,

জাকির মিয়াজি,

হারুন ভুইয়া সেন্টু সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন জাতির জনক চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় বাংলাদেশ একটি উন্নয়নশীল, মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মােনাজাত করা হয়।