আজ || বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন       বাহরাইনের স্বরাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ       বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃর করার লক্ষে মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত       ডিআইজি মোঃ মনিরুজ্জামান কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন       পবিএ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাহরাইন শাখার উদ্যোগে মিলাদ মাহফিল অনুুষ্ঠিত    
 


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন গুদাবিয়া শাখার উদ্যোগে আলোচনায় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

{"data":{"pictureId":"9b1f10a1d66540b08c811eaf4272f10c","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা তুলে দরতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন গুদাবিয়া শাখার উদ্যোগে আলোচনায় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দেশটির গুদাবিয়া শহরের একটি রেস্তোরাঁয় মিজানুর রহমানের পবিএ কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আলাউদ্দিন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হাজারীর পরিচালনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি আক্তারুজ্জামান মিয়া।

গেস্ট অফ ওনার বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন ভূঁইয়া

এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন, বাহারাইন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন।

সিলেট বিভাগীয় বিএনপির আহ্বায়ক সোহেল আহমেদ,

মানামা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. রোমেন আহমেদ,

প্রধান বক্তা ছিলেন বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন,বাহরাইন কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক শাহিন মোল্লা,

বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,

বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সদস্য মোঃ সালাউদ্দিন, বাহারাইন কেন্দ্রীয় যুবদলের সদস্য মোঃ দিদার হোসেন,

বাহারাইন কেন্দ্রীয় যুবদলের সদস্য মিজানুর রহমান, বাহারাইন কেন্দ্রীয় যুবদলের সদস্য শেখ নাজমুল সহ অনেকে।

অনুষ্ঠানে রাশেদ রানা কে গুদাবিয়া শাখা যুবদলের সভাপতি

ও ফরিদ জামান কে সাধারণ সম্পাদক

এবং কামরুজ্জামান কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের

এবং ২৪শের ছাএ জনতার গণ অভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।


Top