আজ || শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন       বৃহত্তর পাবনা সোসাইটি বাহরাইনের সভাপতি মরহুম হায়াত উল্ল্যাহ মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা       বাহরাইনের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূরুল ইসলাম নূরের পিতা: আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত    
 


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে মহানবমী পূজা পালিত,পূজামণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর

{"data":{"pictureId":"d2bcb951b96847faa34f6aeee37d9dc2","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

স্টাফ রিপোর্টার:

শারদীয় দুর্গোৎসবের মহানবমী তিথিতে কল্পারম্ভ আর বিহিত পূজায় মণ্ডপে দুর্গাদেবীর অর্চনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। ধূপের গন্ধ ভরা পূজা মণ্ডপে আনন্দময়ীকে অঞ্জলি দেন তারা। শঙ্খনাদ আর ঢাকের বাদ্যের সঙ্গে চলে অবিরাম মন্ত্রপাঠ। ভক্তরা নিজ, পরিবার সহ গোটা পৃথিবীর শান্তি আর মঙ্গলের জন্য প্রার্থনা জানিয়েছেন দেবী দুর্গার কাছে।

বুধবার দেশটির বুধাইয়ার শহরের কারানায় প্লাজা গার্ডেনে স্থানীয় সময় রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়।

এসময় পূজামণ্ডপ পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর (এনডিসি) এবং বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান সহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটি, সামাজিক ও রাজনৈতিক এবং ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে ৮বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছেন।

পূজার আয়োজনের জন্য হিন্দু মহাজোট কে সহায়তা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো।

আয়োজকদের মধ্যে ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি অনুকূল দেবনাথ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু, বাংলাদেশ দূতাবাসের হিসাব রক্ষক সঞ্জয় পন্ডিত, সংগঠনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, বিদান মজুমদার সহ সকল নেতৃবৃন্দ।

সকাল থেকে রাতভর মণ্ডপে প্রতীমা দর্শনে ভিড় করেন ভক্তরা। সন্ধার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আর দেবরাজ্যের নানা কাহিনি প্রদর্শন করা হয়।

নবমীর সকাল মানে অশুভ শক্তি থেকে মুক্তি। শ্রী রামচন্দ্র দুর্গার শক্তি আর আশীর্বাদ নিয়ে এই দিনে অশুভ রাবণকে বিনাশ করেছিলেন বলে একে অকাল বোধন বলা হয়।


Top