আজ || বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


বাংলাদেশ সোসাইটি ও আল-হিলাল হসপিটালের মাঝে কোয়ারানটাইন চুক্তি স্বাক্ষরিত

মো.স্বপন মজুমদার 

বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশী পতাকাবাহী সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ও আল -হিলাল হসপিটালের সাথে “সুলভ মূল্যে” কোয়ারানটাইন জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

শুক্রবার ১৬ই জুলাই রাত ৮ টায় আল -হিলাল হসপিটালের হল রুমে স্বাক্ষরিত অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় (NHRA) এর নির্দেশনা মোতাবেক যে সকল প্রবাসী বাহরাইনে আগমন করবেন তাদেরকে অবশ্যই (১০) দিনের কোয়ারানটাইন নিশ্চিত করতে হবে। তা’রি প‌রিপে‌ক্ষি‌তে শুধুমাত্র বাংলাদেশীদের জন্য মানসম্মত ও মনোরম পরিবেশে কোয়ারানটাইনের ব্যবস্থা করেন বাংলাদেশ সোসাইটি।

সাক্ষরিত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার তৌহিদুল ইসলামের উপস্থিতিতে সোসাইটির কেন্দ্রীয় সভাপতি আসিফ আহম্মেদ ও আল -হিলাল হসপিটালের সি ই ও ডাক্তার সারাত চন্দ্র চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সাক্ষরিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন, সাধারণ সম্পাদক সবুজ মিলন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মোমিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, প্রচার সম্পাদক ইব্রাহিম গালিব, হুরা টিমের সভাপতি হাশেম রানা, সিত্রা টিমের সভাপতি ইউসুফ, মানামা টিমের সভাপতি ইসরাফিল ও আল -হিলাল হসপিটালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ই জুলাই বাংলাদেশ সোসাইটি ও এসটার মেডিকেলের মধ্যে করোনা ভাইরাসের PCR পরীক্ষার একটি চুক্তি ও সাক্ষরিত হয়েছিল।


Top