আজ || বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       বাহরাইনে সিলেট বিভাগীয় বিএনপি’র ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন       সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দাগনভূঞায় মানববন্ধন       ফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সদস্য রবিউল ইসলামের মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       বাহরাইনে “জুলাই বিয়ন্ড বর্ডার্স” এবং “রেমিটেন্স যোদ্ধা দিবস” উদযাপন       সম্মাননা পেলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন        কুমিল্লার চান্দিনা উপজেলার ১০ নং গল্লাই প্রবাসী কল্যাণ পরিষদ বাহরাইনের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত       বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: ফেনীতে আবদুল আউয়াল মিন্টু       পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!    
 


বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেন বাংলাদেশ দূতাবাস

বিশেষ প্রতিনিধি :

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৫ নভেম্বর) দূতাবাসের কনফারেন্স হলে রুমে রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম ও কাউন্সিলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

শোক সভায় দূতালায় প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত শোকবার্তা দুটি পাঠ করে শোনান। রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রয়াত প্রধানমন্ত্রীর বিশেষ অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তাঁকে বাহরাইনের এবং এই অঞ্চলের একজন মহান নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন তাঁর সুদীর্ঘ ৫০ বছরের প্রধানমন্ত্রিত্ব কালে তিনি সাংস্কৃতিক বৈচিত্র্য,শান্তিপূর্ণ সহাবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

এসময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

করোনাভাইরাস মহামারী পরিস্থিতি বিবেচনায় এবং দূতাবাসের সম্মেলন কক্ষে চলমান সংস্কারমূলক কার্যক্রমের মধ্যে সীমিত পরিসরে শুধুমাত্র দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণের উপস্থিতিতে শোক সভাটি আয়োজন করা হয়।


Top