আজ || বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেন বাংলাদেশ দূতাবাস

বিশেষ প্রতিনিধি :

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৫ নভেম্বর) দূতাবাসের কনফারেন্স হলে রুমে রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম ও কাউন্সিলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

শোক সভায় দূতালায় প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত শোকবার্তা দুটি পাঠ করে শোনান। রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রয়াত প্রধানমন্ত্রীর বিশেষ অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তাঁকে বাহরাইনের এবং এই অঞ্চলের একজন মহান নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন তাঁর সুদীর্ঘ ৫০ বছরের প্রধানমন্ত্রিত্ব কালে তিনি সাংস্কৃতিক বৈচিত্র্য,শান্তিপূর্ণ সহাবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

এসময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

করোনাভাইরাস মহামারী পরিস্থিতি বিবেচনায় এবং দূতাবাসের সম্মেলন কক্ষে চলমান সংস্কারমূলক কার্যক্রমের মধ্যে সীমিত পরিসরে শুধুমাত্র দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণের উপস্থিতিতে শোক সভাটি আয়োজন করা হয়।


Top