আজ || বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  যে কোন মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে-ফেনীর সোনাগাজীতে জনসভায় তারেক রহমান       বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক অনুষ্ঠিত       বাংলাদেশ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বাহরাইনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত       ফেনীর ৪০ চেয়ারম্যানই আত্মগোপনে, ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা       ফেনীর দাগনভূইয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০       দাগনভূঁইয়ার প্রত্যেক বাজারের, দায়িত্বশীলদের ওসি মোহাম্মদ লুৎফর রহমানের অনুরোধ       চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে, দাগনভূঁইয়া থানার ওসি লুৎফর রহমান       শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাস ও সলিডারিটি ইনস্যুরেন্স কোম্পানির মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক 

বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কর্মীদের কল্যাণে ফ্লেক্সি ভিসায় ও ছোট ছোট কোম্পানিতে কর্মরত কর্মীদের উপকারার্থে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের সাথে দেশটির স্বনামধন্য ইনস্যুরেন্স কোম্পানি Solidarity Al Ahlia Insurance-এর সাথে ( ৯ জুন) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইনস্যুরেন্স কোম্পানি থেকে বাংলাদেশি কর্মীরা শুধুমাত্র বাহরাইনি ১৬ দিনারে ২ বৎসর মেয়াদী বীমা/ইনস্যুরেন্স পলিসি গ্রহণ করতে পারবেন। বাংলাদেশি কর্মীদের মৃতদেহ দেশে প্রেরণ, দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসা সেবা নিশ্চিত করণঃ, মৃতের পরিবারের তাৎক্ষণিক আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তি ও অসুস্থ কর্মীকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম এই মহতী উদ্যোগ গ্রহণ করেন।

রাষ্ট্রদূতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন (প্রধান অতিথি), পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব), মহাপরিচালক (বিএমইটি), মহাপরিচালক (ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড),

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মিশন ও কল্যাণ) ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

এছাড়াও Solidarity Al Ahlia Insurance-কোম্পানির সিইও এবং ম্যানিজিং ডাইরেক্টর, বাহরাইন শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, বাহরাইন এলএমআরএ প্রতিনিধি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত উক্ত কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে একটি সভা আহবানের নির্দেশনা প্রদান করেছেন। ইনস্যুরেন্স পলিসির বিষয়ে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে উক্ত কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে দ্রুততম সময়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

বীমা সুবিধা প্রাপ্তির লক্ষ্যে বীমা পলিসির সুবিধাগুলোর ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজন রয়েছে। কমিউনিটির সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে দূতাবাস থেকে বিস্তারিত জানানো হবে।

সূএ বাংলাদেশ দূতাবাস


Top